নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) বলেন, আজ আমরা স্বাধীন, আমরা সার্বভৌম। কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারে প্রতি, আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করি তাদের যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন।
রক্তিমলাল সূর্য তাদের ছিনিয়ে নিয়েছে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি, ভায়েরা আপনাদের অনেক সতর্ক থাকতে হবে। আপনাদের এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। একদিকে সারা বিশ্বে শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ঘোষণা দেয়া হয়।
অন্য দিকে দুঃসাহস দেখায় লন্ডনের মাটিতে ওই জামাত, ওই শিবির, ওই বিএনপি। যেখানেই ওরা ঝাপিয়ে পড়বে সেখানেই প্রতিরোধ করতে হবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যলয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে জেলা আওয়ামী লীগের উদ্যেগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভিপি বাদল বলেন, এই পার্টি অফিসে ঠিল মেরেছে, যেদিন সৈকত ভাইয়ের ভাতিজা মৃত্যু বরণ করলো। এখানে ইচ্ছা করলে অনেক ঘটনা ঘটানো যেতো। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহ্য করেছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য ধরেছে। ওরা কারা ওদের তালিকা করতে হবে। ওদের তালিকা যদি আমরা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে গেলাম। বিএনপির মধ্যে ভালো ছেলে আছে। খারাপ ছেলে সবাই সেটা বলি না।
বিএনপির উদ্যেশে ভিপি বাদল বলেন, ১৫ আগস্ট রচনা করবেন শেখ হাসিনাকে হত্যা করে? আমরা কেউ বসে থাকবো না। এটা ১৯৭৫ সাল না এটা ২০২২ সাল।
এ সময় দোয়া ও আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলী, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য মো. কামরুজ্জামান বুলেট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড.নুরুল হুদা, দপ্তর সম্মপাদ এমএ রাসেল, কার্যকরী সদস্য আব্দুল কাদির, শহীদুল ইসলাম, মজিবুর রহমান মন্ডল, সাদেকুর রহমান, শামসুজ্জামান ভাষানী, মির্জা সোহেল, আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।