বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) -এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তান্নার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। বিশেষ অতিথি ছিলেন নরায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ৯০ এর ছাত্রনেতা মো: আনোয়ার হোসেন আনু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাগর প্রধান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো। আর এর জন্য সর্বশক্তি দিয়ে গণতন্ত্রের মা গৃহবন্দী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য জোর দাবি জানাই। একই সাথে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার পুণঃরুদ্ধার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। দুঃশাসনের বিরুদ্ধে মানুষ আজ জেগে উঠেছে। আমি বিশ্বাস করি অচিরেই বাংলাদেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের
সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মূসা, মহানগর যুবদল নেতা দুলাল হোসেন, মোঃ হোসেন মুন্সি, মোঃ মাসুদ, মোঃ মামুন খান, ১২নং ওয়ার্ড যুবদল নেতা রনি, জেলা মহিলা দলের প্রচার সম্পাদিকা জহুরা খাতুন প্রমুখ।