নারায়ণগঞ্জের-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমরা মানুষ, ফেরেস্তা না। ভুল ত্রুটি থাকবেই। আপনাদের কাছে দোয়া চাই আমার বড় ভাই সেলিম ওসমানের জন্য। ও অসুস্থ্য। ওর জন্য দোয়া করবেন। সেলিম ওসমান আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চায়।
যারা আমাদের গালি দেয়। আমাদের পরিবারকে নিয়ে যা তা বলে। গতকালও দেখলাম বলল। যারা আমাদের সাথে থাকে তাদের তারা কুকুর বলে আখ্যায়িত করা হল। দুঃখ নাই কোন। মানুষ সৃষ্টির সেরা জীব। এই জীবকে যারা কুকুর বলে গালি দেয় তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই হেদায়েত করার জন্য। সেলিম ওসমান মানুষের মন জয় করে কাজ করতে চান।
সারাদিন পাগলের মত পরিশ্রম করেন। সেলিম রাজনীতি করতে আসে নাই। সবাইকে নিয়ে কাজ করতে এসেছে। কিন্তু রাজনীতির মাঠ এত পরিস্কার না।
দোয়া করবেন কয়দিন বাঁচি ঠিক নাই। অনেক গালাগালি অনেক কিছু শুনছি। আজকে যদি আগের শামীম হতাম এই গালাগালের জবাব দিতে দুই মিনিট সময় লাগত। ধৈর্য্য ধরেছি কেননা ধৈর্য্য ধারনকারীকে আল্লাহ পছন্দ করেন।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১ টায় মদনপুর ইউনিয়নস্থ বাগদোবাড়িয়া নাগিনাজোহা উচ্চ বিদ্যালয়ে ভাষা সৈনিক নাগিনা জোহার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান আরও বলেন, মায়ের জাতটাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বাচ্চাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই মা কি জিনিস এটার কোন ব্যাখ্যা নাই। যাদের মা আছে তারা সৌভাগ্যবান। যার নাই সে দূর্ভাগ্যবান। আমি ও আমার বড় ভাই সেলিম ওসমান আমরা দূর্ভাগ্যবান। আমরা আজ এতিম। মায়ের অভাব কখনো পূরণ হবার নয়।
আমার বড় ভাই সেলিম ওসমান অনেক কষ্ট করেছেন। বাস চালিয়ে জীবন চালিয়েছেন। অনেক কষ্ট ও সংগ্রাম করে আমরা বড় হয়েছি। আমরা খান সাহেব ওসমান আলীর নাতি। সত্যটা বলকে কোন লজ্জা নাই। কেননা কখনো কারো কাছে হাত পাতি নাই। কারো টাকা লুট করি নাই। লুন্ঠন করে টাকার পাহাড় গড়ি নাই।
যারা লুন্ঠন করে আজ টাকার পাহাড় গড়েছে তারা অনেক কথাই বলে শুধু শুনি। যারা মানুষের নামে গিবত বলে বেড়ায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই।
তিনি বলেন, মৃত্যুর মূখেও মা তার সন্তানকে কষ্ট দিতে চান না। আপনারা সবাই দয়াকরে আপনাদের মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি ইউএনও সাহেবের উদ্দেশ্যে বলতে চাই এখানে বিগত সময়ে জেলা পরিষদের মাধ্যমে ৩৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ৫ লক্ষ টাকার কাজ হয়েছে বাকি টাকা চুরি করেছে।
জনগনের টাকা এটা কারো বাপের টাকা না। এই টাকা উদ্ধার করবেন। আর আজকে সবার কাছে মাফ চাই। আমার পরিবারের কোন সদস্য যদি কোন ভুল করে থাকে হাতজোর করে সবার কাছে মাফ চাই।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের ৫ আসনের এমপি বীরমুক্তিদযোদ্ধা একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত ই খুদা, মহানগর আ’লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, বন্দর উপজেলা আ’লীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান,জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা হোসেন,ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী এমএ সালাম,বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, নাগিনাজোহা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি গোলাপ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ নেতা আহমেদ তুষার মাঈনউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ।