মোবাইল ফোনে প্রতারণা এড়াতে না.গঞ্জ জেলা প্রশাসনের জরুরী বার্তা

শেয়ার করুণ

মোবাইলে ফোন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নাম করে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। এমন কোন ফোন আসলে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসক কতৃপক্ষ। বৃহস্পতিবার (৮ জুন) জেলা প্রশাসনের পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ রবিন মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান, জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন মোবাইল নম্বর এ 01884706591 এ নম্বর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়ে ফোন করা হচ্ছে। যাহার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কোন সংশ্লিষ্টতা নাই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকাসহ কারও সংঙ্গে কোন ধরণের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুণ