রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সুতায় গলা কেটে মোঃ ইমাম হোসাইন (৩০) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইমামের ছোট ভাই আবদুল গাফফার জানান, ইমাম হোসাইন ইকুরিয়া বিআরটিএ অফিস থেকে মোটরবাইক চালিয়ে বনানীর বাসায় যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভার এর উপরে গোলাপবাগের পৌঁছালে ছিনতাইকারীরা টাঙ্গানো সুতোয় বেঁধে ছিটকে পড়ে গুরুতর আহত হন। কিছুক্ষণ পরেই তার সহকর্মী আরেক বাইক দিয়ে ওই পথে যাচ্ছিলেন। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিরিয়ে দিলে পরে মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান অবস্থা গুরুতর হলে পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

আবদুল গাফফার আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে তাকে স্যালাইন দেয়া হয়। তবে তার ডান হাতের বড় ধরণের আঘাত পেয়েছে। গলা, ঠোঁট, পা কেটে গেছে। কিছুক্ষণ আগে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়েছে ইমামকে।
ইমামকে নিয়েই এখনো খুব ব্যস্ত এবং বাকরুদ্ধ হয়ে গেছি। এখনো প্রশাসনকে কিছুই জানানোর মতো অবস্থায় নেই আমরা। তবে অবশ্যই প্রশাসনের সহায়তা নিবে বলে জানিয়েছেন আবদুল গাফফার।
তিনি বলেন, এখনো ওই সুতো আমাদের কাছে আছে। মাছ ধরা জালের সুতোর মতো অনেকটা।আজকে তো এর চেয়েও গুরতর দুর্ঘটনাও ঘটতে পারতো। তবে কিভাবে দিনের বেলায় এতো ব্যস্ত ফ্লাইওভারে ছিনতাইকারীরা এরকম দুঃসাহস দেখায় সেটা প্রশাসনের দেখা উচিৎ বলে জানান তিনি। এ নিয়ে এর আগেও অনেক নিউজ হয়েছে তারপরও এ অপরাধ করার সাহস পায় কিভাবে।

আহত মোঃ ইমাম হোসাইন বনানী রোডের টিএনটি কলোনি ৪৮ কল্যাণ বিল্ডিংয়ে বাস করেন। তিনি মোঃ সালাউদ্দিনের সন্তান।