রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। কথার যুদ্ধ আর অভিনব প্রচারণার চূড়ান্ত পরিনতি ঘটতে যাচ্ছে কাল। নারায়ণগঞ্জবাসীর পাশাপাশি সারা দেশের নজর এখন নারায়ণগঞ্জে।
সদ্যবিদায়ী মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ভোট দিবেন দেওভোগের শিশুবাগ স্কুলে সকাল সাড়ে নয়টার দিকে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য অব্যহতি প্রাপ্ত বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ভোট দেয়ার কথা রয়েছে নগরীর ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল নারায়ণগঞ্জে সকাল ৮ টায়।
অপর মেয়র প্রার্থী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ির প্রার্থী এবি এম সিরাজুল মামুন ভোট দিবেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জে সকাল ৮ঃ৩০ এর দিকে।
এছাড়াও অন্যান মেয়র প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে সকাল সকাল ভোট দেয়ার কথা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের।
