মেয়র আইভীর সাথে কানাডার ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুণ

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডিয়ান সরকারের ফার্স্ট সেক্রেটারি জোসেফ সেবাতু।

আজ বৃহস্পতিবার ২২ জুন নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন তিনি।

সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে, কানাডার সরকারের সহযোগিতায় পরিচালিত আইপাস প্রকল্প পরিদর্শনে নারায়ণগঞ্জে আসেন তিনি। এই প্রকল্পের উদ্দেশ্য পরিবার পরিকল্পনার মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করা। নগরীর নগর স্বাস্থ্য কেন্দ্র ১ এবং ২ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন।

এইসময় আরো ছিলেন আইপাস প্রকল্পের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সাঈদ রুবায়েত, কোঅর্ডিনেটর ডা. নাদিরা, ডা. জিয়া এবং ডা. সুস্মিতা। এছাড়াও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. শেখ মোস্তফা আলী, ডা. নিজাম আলী এবং ডা. ফারহানা রহমান।

সৌজন্য সাক্ষাৎ শেষে জোসেফ সেবাতু এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ শেখ রাসেল পার্ক এবং নগর স্বাস্থ্যকেন্দ্র ২ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুণ