নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে প্রশ্ন রেখেছেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান।

গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অয়ন ওসমান লিখেন, নারায়ণগঞ্জ এ মন্ত্রী মহোদয় আসলো, তার পিছনে বি,এন,পির লোকজন এবং চিহ্নিত ফেন্সিডিলখোরদের দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। এই অপমানের মানে কি? মেয়রের কাছে প্রশ্ন আমাদের মন্ত্রীদের এভাবে অপমান করার মানে কি?

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের ভবন ও চারুকলা ইন্সটিটিউটের ছাত্রাবাসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
