মেয়রকে বাঁচাতে সেদিন লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলামঃ শাহ নিজাম

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম দাবি করেছেন হকার উচ্ছেদের ঘটনার দিন এমপি শামীম ওসমানের নির্দেশে মেয়র আইভীকে বাঁচাতে নিজের লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাহ নিজাম সেই দিনের ঘটনা উল্লেখ করে বলেন, আমি সেদিন মেয়রকে নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলাম যেদিন মেয়রকে সামনে ঠেলে দিয়ে দালালরা পিছন থেকে পালিয়েছিলো। ওদের টার্গেট ছিলো মেয়রকে বিপদে ফেলে নারায়ণগঞ্জের রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি করতে। ওদের এই নীল নকশা বুঝতে পেরেছিলাম বলেই মেয়রের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করেছিলাম শামীম ওসমানের নির্দেশে।

আক্ষেপের সুরে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, আমি আশ্চর্য হই যখন দেখি কোন রাজাকারের সন্তান স্বাধীনতার ৫০ বছর পরেও নৌকা নিয়ে নির্বাচিত মেয়রের সামনে দাড়িয়ে মাইকে কথা বলে। এরা এক শ্রেণির দালাল যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে। এরা স্বার্থের প্রয়োজনে প্রতিনিয়ত প্রশাসনের বিরুদ্ধে কথা বলে।এরা তারাই যারা দিগন্ত টিভি খুলে দেয়ার জন্য মানব বন্ধন করে।যদিও এই ধরনের দালালরা নারায়ণগঞ্জের মানুষের কল্যানে জীবনে কিছু করেছে এমন কোন নজির নাই। এরা সংঘবদ্ধ দালাল চক্র। দালালী করা এদের পেশা। এদের কথায় আমার কিছু যায় আসে না।

নিউজটি শেয়ার করুণ