মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের স্ত্রী মিতা ইসলাম আর নেই।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিককেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
মিতা ইসলাম দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে ভুগছিলেন। তার মৃত্যুতে শহরের দেওভোগসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আলী রেজা রিপনের স্ত্রী মিতা ইসলামের মৃত্যুতেগভীর শোক জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।