জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মুন্সী শামছুর রহমান বেনূ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন ।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি এবং সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এই শোক প্রকাশ করেন।
উল্লেখ্য যে ০৬/০৯/২০২২ইং তারিখ দুপুরে আনুমানিক ২.০০টার দিকে নারায়নগঞ্জের রুপগঞ্জে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, শামছুর রহমান বেনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রান নেতা ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতির আদর্শে বিশ্বাসী থেকে বিএনপি ও দেশের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন।
বর্তমান অগণতান্ত্রিক সরকারের অন্যায় অত্যাচার , দূর্নীতির বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। এই বয়োবৃদ্ধ বয়সেও যেকোনো কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির এই নিবেদিতপ্রান সহকর্মীকে হারিয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।