মীর সোহেলের পিতার ২য় মৃত্যু বার্ষিকীতে রাজু খানের দোয়া ও খিচুরী বিতরণ

শেয়ার করুণ

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, যমুনা ডিপো ফতুল্লা শাখার পক্ষে রাজু খানের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর পিতা মীর মোজাম্মেল আলীর ২ য় মৃত্যু বার্ষিকীতে দোয়া ও তবারক বিতরণ করেছে।

৬ জুন মঙ্গলবার বাদ জোহর ডিপো প্রাঙ্গণে অবস্থিত ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগনেতা, ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, ফতুল্লা মেঘনা ও যমুনা ডিপো সভাপতি মীর সোহেল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিলন, সহ সভাপতি আন মোহাম্মদ শাহীনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়ায় অবসরপ্রাপ্ত গেজেটেড অফিসার মীর মোজাম্মেল আলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে পাঁচ শতাধিক ট্যাংকলরী শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুণ