জেলার বন্দরে খেলাধূলা করতে বারন করায় মায়ের সাথে অভিমান করে মিম (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল রোববার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ৬টায় বন্দর উপজেলার আলীনগর এলাকায় ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আত্মহননকারি স্কুল ছাত্রী মিম একই এলাকার সাহাদাত মিয়ার মেয়ে। সে বন্দর র্গালম স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় আত্মহননকারি স্কুল ছাত্রী মা খাদিজা বেগম বাদী হয়ে ঘটনার ওই রাতেই বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও আত্মহননকারি স্কুল ছাত্রী পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে ৫টায় মিম ঘরের বাহিরে খেলা করছিল। ওই সময় তার মা খাদিজা বেগম রাগান্বিত হয়ে তার মেয়ে মিমকে খেলাধূলা করতে বরণ করে। এ ঘটনায় স্কুল ছাত্রী মিম মায়ের সাথে অভিমান করে সন্ধ্যা ৬টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে এলাকাবাসীর মাধ্যমে বন্দর থানা পুলিশ আত্মহত্যার ঘটনার খবর পেয়ে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য লাশ সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করা হয়েছে।