মাসদাইর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে রঞ্জিত মন্ডলের উদ্যোগে শামীম ওসমানের সুস্থতা কামনায় প্রার্থনা

শেয়ার করুণ

ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বৃহত্তর মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডলের উদ্যোগে দক্ষিন মাসদাইর বাড়ৈভোগ শ্রী শ্রী রাধাকরাধাকৃষ্ণ মন্দিরে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থতা কামনায় এক প্রার্থনার আয়োজন করা হয়।

আজ ২৪শে মার্চ বিকেলে নারায়ণগঞ্জের রাজনীতির প্রাণপুরুষ শামীম ওসমানের সুস্থতা কামনায় আয়োজিত প্রার্থনা সভায় রঞ্জিত মন্ডল বলেন, আমাদের অভিবাবক শামীম ওসমান অসুস্থ তাই সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনায় এই প্রার্থনার আয়োজন।

এ সময় উপিস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রবিউল ইসলাম রানা, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, শারীরিক ভাবে অসুস্থ হয়ে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাসাসে বিষয়টি উল্লেখ করা হয়।

তিনি লিখেন, ‘আব্বু গত কাল রাত থেকে অসুস্থ এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুণ