মাসদাইর থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুণ

ফতুল্লা থানার মাসদাইর বাজার থেকে হেরোইনসহ শাহানাজ (৫৫) নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শাহানাজ ফতুল্লার মাসদাইর বাজার এলাকার মৃত বিল্লাত আলীর পুত্র।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির-২ মাসদাইর বাজারস্থ কাশেমের চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৫৫ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয় শাহানাজ কে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুণ