মাসদাইর থেকে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দারা কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ সময় ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ ইঞ্চি লম্বা ৩টি ধারালো ছোরা ও একটি লাঠি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড় ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো-আরিফ(১৭), মজিদুল(১৭), সোহাগ(১৪), রবিন(১৫), আরিফ(১৬), শাহীন(১৯) ও রাব্বি(১৭), সোহান(১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, এলাকাবাসী কিশোর গ্যাং এর সদস্যদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুণ