নারায়ণগঞ্জে সেই চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় আসামী পিন্টু দেবনাথের মৃত্যুদণ্ড ও রত্না রানী চক্রবর্তীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলা থেকে আরও একজন আসামীকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই মামলার রায় দেন।
আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী, ২০১৬ সালের ২৭ অক্টোবর মাসদাইর বাজারের এক বাসায় আসামী পিন্টু ও রত্না কৌশলে স্বপনকে ডেকে নেয়। খাবারের সাথে আগে থেকে মিশিয়ে রাখা ঘুমের ঔষধ খেয়ে চেতনা হারায় স্বপন। পরে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে স্বপনের লাশ টুকরা করে পাচটি বাজারের ব্যাগে ভরা হয়। মাসদাইর বাজার থেকে কিনা আনা ব্যাগ গুলোতে লাশের টুকরো ভরা হয়। আসামী পিন্টু ও রত্না একসাথে বাসার নিচ পর্যন্ত ব্যাগ নিয়ে আসে। মাসদাইর বাজার থেকে রিকশা যোগে তিন ধাপে বন্দর ঘাটে আনা হয় লাশের টুকরা৷ রিজার্ভ করা নৌকা থেকে কৌশলে ব্যাগগুলো ফেলে দেয়া হয় শীতলক্ষ্যায়৷ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিতে লাশের টুকরাবাহী বাজারের ব্যাগের উপরে নেয়া হয় সবজি।