পশ্চিম মাসদাইরের “যুবশক্তি সামাজিক সংগঠন” তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৫ মার্চ (শুক্রবার) সারাদিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট।

যুবশক্তি সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২৫ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে দশ হাযার টাকার প্রাইজ মানি। এছাড়া রানার্সআপ টিমে পাবে পাচ হাযার টাকার প্রাইজ মানি।

পশ্চিম মাসদাইর সর্দার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর জন্য রয়েছে আকর্ষনীয় স্মার্ট ফোন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।
ক্রিকেটপ্রেমী যে কোন টিম এক হাযার টাকা এন্ট্রি ফি দিয়ে অংশ নিতে পারবে এই টুর্নামেন্টে। ২৩ মার্চ পর্যন্ত অংশগ্রহণের জন্য নাম দেয়া যাবে। যে কোন প্রয়োজনে ফোন করা যাবে ০১৯৯৮৩৭০৬৯৫ এবং ০১৬২৬৩২২০৪৭ নম্বরে।
