নগরীর অন্যতম ঘনবসতিপূর্ন এলাকা মাসদাইরে বেড়ে গেছে ছিনতাইকারীদের উপদ্রব। প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইয়ে অতিষ্ঠ মাসদাইরবাসী দাবি জানিয়েছে পুলিশের তৎপরতা বৃদ্ধির।

গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে মাসদাইর পতেঙ্গার মোড় সংলগ্ন আলআমীন জামে মসজিদের সামনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এশার নামাজ চলা অবস্থায় ছিনতাইকারীরা বিসিকের ফকির এ্যাপারেলসের এক কর্মকর্তাকে আটক করে। তার চিৎকার চেচামেচি শুনে এলাকার অ্যাডভোকেট মামুন এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালাতে শুরু করলে একজনকে আটক করে। আটককৃত ছিনতাইকারী দৌড়ে পালানোর চেষ্টা করলে এ্যাড. মামুন ধাওয়া করতে গেলে নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যান। এতে তিনি মুখে ও থুথনিতে জখম হন। পরে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জে মাসদাইর , ঈদগাঁ মাঠ , আদর্শ স্কুল, গভঃগার্লস স্কুল, শেরে বাংলা রোড, আল আমিন মসজিদ রোড, পতেঙ্গা মাঠ সংলগ্ন এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। বিসিকের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাই ছিনতাইকারীদের টার্গেট। তাদের দাবী, পুলিশের নিয়মিত টহলই পারে ছিনতাইকারীদের দৌরাত্ম কমাতে। তারা এ ব্যাপারে পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেন।
