মাসদাইরে বিষ্ফোরণ, দগ্ধ নারীর সিজার সম্পন্ন

শেয়ার করুণ

ফতুল্লার মাসদাইর এলাকায় খন্দকার ম্যানশন নামে একটি ভবনের ৬ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-শিশু দগ্ধ হওয়ার ঘটনায় অন্তঃসত্ত্বা মা কুলসুম বেগমের সিজার করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-শিশু দগ্ধ হওয়ার ঘটনায় ওই অন্তঃসত্ত্বা নারীর পিঠ ও শিশুর মুখ দগ্ধ হয়েছে। অন্তঃসত্ত্বা মা কুলসুম বেগমের সিজার সম্পন্ন হয়েছে। যেহেতু তার পিঠের অংশ বেশী দগ্ধ হয়েছে তাই কুলসুম বেগমের অবস্থা আশঙ্কাজনক। নবজাতক শিশুকে চর্মরোগ সংক্রান্ত নিবিড় পরিচর্যা ইউনিট (ডিআইসিইউ) তে রাখা হয়েছে। আমরা সর্বত্বক চেষ্টা করছি।

কুলসুমের স্বামী আব্দুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে জানান, ফতুল্লার খন্দকার ম্যানশন বাসার ১০তলার সপরিবারে ছয়তলায় থাকেন। তিনি ফতুল্লায় ব্যবসা করেন। ঘটনার সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে বাসায় যাই। ততক্ষণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ঘরের ভেতরে মা ছেলে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে। আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।

উল্লেখ্য গতকাল রবিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে ফতুল্লা মাজদাইর গোরস্থান এলাকার একটি বাসার ছয়তলায় ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণের দগ্ধ মা ও তার শিশু সন্তানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন অন্তঃসত্ত্বা কুলসুম বেগম (২৪) ও ছেলে খালিদ (৩)। বার্ন ইনস্টিটিউটে রাতেই কুলসুম বেগমের সিজার করা হয়েছে।

সূত্র: লাইভ নারায়ণগঞ্জ

নিউজটি শেয়ার করুণ