ফতুল্লা থানার অন্তর্গত এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম।
পশ্চিম মাসদাইর বেকারীর মোড় সংলগ্ন ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে হাযার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটার এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বারবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কেক কাটা শেষে ৭ নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির আমন্ত্রিত অতিথিদের কেক খাইয়ে দেন।