মাসদাইরে ফ্ল্যাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি

শেয়ার করুণ

ফতুল্লার মাসদাইর শেরেবাংলা রোডে ছয় তলা ভবনের একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ফ্লাটের লোকজন বাসায় ছিলনা।

দূর্বৃত্তরা দুই ফ্লাট থেকে ১৭ ভরি স্বর্ণালংকার ও ৪৬ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ইকবাল মাকসুদ (৫৩) বাদী হয়ে বুধবার ফতুল্লা মডেল থানার একটি মামলা দায়ের করেছে।


মামলায় উল্লেখ্য করেন তিনি স্ব-পরিবারে মাসদাইর শেরেবাংলা রোডের হাজেরা ম্যানশনে (দাইয়ান সাহেবের বহুতল ভবনের)’র ষষ্ঠ তলার ডান পাশ্বের ফ্ল্যাটে বসবাস করেন। গত কয়েকদিন আগে পরিবারের সদস্যরা বেড়াতে যায়৷

বাদী নিজেও জরুরী একটি কাজে ২০ অক্টোবর সকাল সাতটার দিকে ঢাকা চলে যায়। দুদিন পর ২২ অক্টোবর দুপুর দুইটার দিকে বাদী এসে দেখতে পায় তার ফ্লাটের দরজার লক সহ তালা ভাঙ্গা।

তিনি তা দেখতে পেয়ে বাড়ীর কেয়ার টেকার সহ পার্শ্ববর্তীদের নিয়ে ফ্ল্যাটে গিয়ে দেখতে পান আলমারীর তালা ভাঙ্গা। সেখানে থাকা ১৭ ভরি স্বর্নালংকার, নগদ ৪৬ হাজার টাক ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানায়, মামলা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুণ