মাসদাইরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুণ

সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকা থেকে শারমীন আক্তার (২৮) নামক এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ফতুল্লা মডেল থানার মাসদাইর বড় কবরস্থানের আজম বাড়ীর গলির সুজন সরকারের স্ত্রী।

আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ জানায়, নিহত গৃহবধূ মানসিক সমস্যায় ভুগছিলো। নিহতের স্বামী তরকারি বা সবজি বিক্রেতা। দুই ছেলে এক মেয়ে রয়েছে তাদের সংসারে।

তিনি আরও জানান, প্রতিদিনের মতো নিহতের স্বামী সকাল সাতটার দিকে সবজি বিক্রি করতে বাসা থেকে বের হয়ে যায়। ছেলে- মেয়ে চলে যায় কোচিংয়ে। সকাল সাড়ে নয়টার দিকে ছেলে- মেয়ে কোচিং থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো নিহতের ঝুলন্ত লাশ।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুণ