এনায়েতনগর ইউনিয়ন পরিষদের বৃহত্তর মাসদাইর এলাকায় হঠাৎ কিশোর গ্যাং এর উৎপাৎ বেড়ে যাওয়ায় আতংক বিরাজ করছে এলাকাজুড়ে।
কিশোর গ্যাং এর তান্ডব রোধে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে জরুরী মমতবিনিময় করেছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মাতবর।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কিশোর গ্যাংদের সনাক্ত ও নির্মূল রোধে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে ৭ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মাদবের অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপত্বিত করেন করেন ৭ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মাদবর। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, সর্দার বাড়ি মসজিদের মুতাওয়াল্লী জুলহাস সরদার,ইলিয়াস সরদার,আলাউদ্দীন, সর্দার বাড়ি মসজিদের সেক্রেটারি মিন্টু হাজী,আওয়ামী নেতা হিরন, আশ্রাফ সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি ও সচেতন যুবকেরা।
সভায় প্রশাসনের সহযোগিতায় কিশোর গ্যাংদের প্রতিরোধ করতে সবাইকে সচেতন হবার পাশাপাশি প্রতিরোধ করার আহবান জানানো হয়।
উল্লেখ্য, গত ২২ আগস্ট অতর্কিত ভাবে এলাকার বিভিন্ন বাসা-বাড়ি-দোকান ও মসজিদে হামলা করে এবং মহল্লা বাসীদের ভয় ভীতি প্রদর্শন করে,এতে বাসা-বাড়ি ও দোকানের অনেক ক্ষতি হয়।
এতে উক্ত এলাকার বাসীদের মনে এখনও আতংক বিরাজ করছে।
