মাসদাইরে কিশোর গ্যাং এর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৩৫

শেয়ার করুণ

মাসদাইরে আওয়ামী লীগ কার্যালয়সহ আশপাশের বাড়িঘরে ও রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহতের ঘটনায় ৩৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গত রোববার (২০ আগস্ট) রাতে ফতুল্লা থানার এসআই কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করে। এরপর রাত থেকে সোমবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এ মামলায় গ্রেফতার ৩৫ জনের মধ্যে চারজন সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম সময় সংবাদকে বলেন, এলাকার কেউ বাদী হতে সম্মত না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছে ৮ জন এবং অজ্ঞাতনামা আসামি ৪৫-৫০ জন।

ওসি আরও বলেন, এই মামলায় রাতভর অভিযান চালিয়ে ৩৫ আসামিকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় যারা জড়িত ছিল তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

এর আগে শনিবার (১৯ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ফতুল্লার মাসদাইর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালান অর্ধ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, একটি রেস্টুরেন্ট ও আশপাশের বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালান তারা। এতে রূপগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।

নিউজটি শেয়ার করুণ