নারায়ণগঞ্জের মাসদাইরের শেরে বাংলা লিংক রোডের অ্যাডভোকেট খোরশেদের বাড়ি থেকে নিপুদের বাড়ি পর্যন্ত সড়কে ড্রেন ও আরসিসি ঢালাই সড়কের কাজের উদ্বোধন করেছেন স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ১৪ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ড্রেন সড়কটির নির্মান কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু, ঠিকাদার মমরুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বকুল, এলাকার মুক্তিযোদ্ধ, মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সড়কটির নির্মান কাজের জন্য দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তাদের দাবির প্রেক্ষিতে কাউন্সিলররা দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শুরু করেন।
এসময় উপস্থিতরা উন্নয়ন কাজের জন্য নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।