জেলার সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এলাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী, অর্ধ ডজনেরও বেশী মামলার আসামী মো. হাসিবুল রহমান ওরফে সাব্বিরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (৫ মার্চ) বিকেলে তাকে মাসদাইর বাজার এলাকা গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হাসিবুল ওরফে সাব্বির ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাটস্থ স্বপন মিয়ার ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেল ৫টায় ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী অর্ধ ডজনেরও বেশী মামলার আসামী সাব্বিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা ও পুলিশকে মারধর করার মামলা সহ মোট সাতটি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়। সবশেষ সাব্বিরকে পুলিশকে মারধর করার মামলায় জানুয়ারী মাসে গ্রেফতার করা হয়।
