মাসদাইরের এক সময়ের আলোচিত আওয়ামী লীগ নেতা এস এম সেলিমের আজ ১৭ তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হন ১৯৯৬-২০০১ সালের আলোচিত মাসদাইরের এই কৃষকলীগ নেতা।
এস এম সেলিম পশ্চিম মাসদাইরের বাসিন্দা। ভাই-বোনদের মধ্যে সবার ছোট। আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ কলেজ জীবন থেকে। ৯৬ সালে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের খুব আস্থাভাজন কর্মী ছিল। মিটিংয়ে মিছিলে, সভা-সমাবেশে ফতুল্লা তথা এনায়েতনগর ও কাশীপুর এলাকার লোক সমাগমে তার কোন বিকল্প ছিল না। যে কোন সভাসমাবেশে এস এম সেলিমের মিছিলের অপেক্ষায় থাকতেন শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আত্মগোপনে চলে যান এস এম সেলিম। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলাবাহিনীর ক্রসফায়ারে নিহত হন মাসদাইরের এস এম সেলিম ওরফে টাওয়ার সেলিম।
তবে পরিবারের অভিযোগ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে তাকে ধরে এনে ব্যাপক নির্যাতন করে তাকে গুলি করে মারা হয়েছে। মৃত্যুর পর তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল বলেও জানায় পরিবারের সদস্যরা। কিন্তু বিচার হয়নি এ ঘটনার।
এস এম সেলিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কোন আয়োজন না থাকলেও পারিবারিক উদ্যোগে মরহুম সেলিমের বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।