মামুন মাহমুদের নেতৃত্বে না.গঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ

শেয়ার করুণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদ।

আগামীকাল সোমবার (৩১ জুলাই) বিকেলে মামুন মাহমুদের নেতৃত্বে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এর আগে, গত শনিবার (২৯ জুলাই) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে।

এ বিষয়ে মামুন মাহমদু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জনসমাবেশের আয়োজন করেছি। আশা করছি নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশাল জনসমাবেশ হবে।

নিউজটি শেয়ার করুণ