নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সম্প্রতি ডিএনডি জলাবদ্ধতা নিয়ে আলোচনা হচ্ছে। সরকার সাড়ে ১৪ বছর ধরে ক্ষমতায় থেকেও মানুষের এমন দুর্ভোগ দুর্দশা।
এতদিন পর এসে উনি বলেন গলা সমান মায়লা পানিতে নেমে আন্দোলন করবেন সংগ্রাম করবেন। নির্বাচনের বাকি আর পাঁচ মাস। এখন এসে মানুষের জন্য কাজ করার আশ্বাস দিচ্ছে।
এতোদিন এখানকার মানুষকে ময়লা পানিতে চুবিয়ে রাখা হয়েছে খবর নেয়নি। অথচ এখন এমন কথা এতোদিন কোথায় ছিলেন আপনার? এখন সামনে নির্বাচন এই সাড়ে ১৪ বছরে যা পারেনি এই পাঁচ মাসেও আর পারবেন না। মানুষ বোঝে আপনারা যে নির্বাচন ঘনিয়ে আসলে জনগণের জন্যে কাজ করতে আগ্রহ দেখান। আবার নির্বাচন শেষ হলে পালিয়ে যায়।
সোমবার (৩ জুলাই) দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক স্কুল এন্ড কলেজে সিদ্ধিরগঞ্জের ১ থেকে ১০নং ওর্য়াড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদ পূর্ণিলনীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ.হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এস.এম. আসলাম, ডি.এইচ. বাবুল, জি.এম. সাদরিল, মোস্তফা কামাল, এড. মাসুদুজ্জামান মন্টু, এ.কে.এম সামসুল হক, সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, ১০নং ওর্য়াড বিএনপির সভাপতি আনিস সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সূত্র: নারায়ণগঞ্জ টাইমস