নারায়নগঞ্জের নতুন কোর্ট বার এসোসিয়েশন ভবনের সামনে থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের মোটরসাইকেল চুরি হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) আনুমানিক দুপুর ১.১৫ থেকে ২ টার মধ্যে মোটর সাইকেলটি চুরি হয় জেলার ব্যস্ততম কোর্টের ভিতর থেকে।

আবদুল্লাহ আল মামুন জানান, আমি দুপুর ১ টায় তথ্য সংগ্রহ করতে এসে এপাচি আরটিআর গাড়িটি নারায়ণগঞ্জ কোর্টের বার এসোসিয়েশনর সামনে রেখে যাই, ফিরে এসে আর খুজে পাইনি, বিভিন্ন স্থানে খুজে না পেয়ে বিষয়টি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবহিত করি তারা বিভিন্ন চেক পোষ্টে এলাকায় মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে মোটর বাইকটি সংঘবদ্ধ চোর চক্র চুরি করে থাকতে পারেন।

তিনি আরও জানান এলাচি আরটি মডেলের গাড়ির নাম্বার- ঢাকা মেট্রো-ল- ২৫৯২২৩। হলুদ কালার এবং গাড়ির সিসি -১৫০।গাড়িতে মাইটিভি’র স্টিকার লাগানো ছিল।
