মহানগর কমিটি নিয়ে বিদ্রোহের আভাস, কাউন্সিলর আশার পদত্যাগ

শেয়ার করুণ

সদ্য ঘোষিত নারায়নগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন নাসিক কাউন্সিলর ও কমিটির যুগ্ম আহবায়ক আবু কাউছার আশা। আরও ডজন খানেক নেতার পদত্যাগ করার গুঞ্জন চলছে নগর জুড়ে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কমিটি ঘোষনার পর সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আবুল কালামের পুত্র কাউন্সিলর আশা নিজের ফেজবুক আইডিতে পদত্যাগের ঘোষনা দিয়ে লিখেন”নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ঈমানদের সাথে আমার মতো একজন নগন্য লোক না থাকাটাই শ্রেয়।

তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম। শহীদ জিয়া’র আদর্শ বুকে ধারন করে দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক, আমার নেতা জনাব তারেক রহমানে নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।”

উল্লেখ্য যে মঙ্গলবার দুপুরে এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুণ