নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মাসুম আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরহুম মাসুম আহমেদ নন্দীপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে সুপরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক তিনি।
মরহুমের জানাজা আগামীকাল বাদ জুম্মা গলাচিপা রেললাইন সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্তানে দাফন করা হবে বলে জানিয়েছে মাসুম আহমেদের পরিবার।