রংপুরের হারাগাছ উপজেলায় অশ্লীল ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ভুয়া এসআইকে (উপপরিদর্শক) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার বানুপাড়া কলেজ মাঠ থেকে পুলিশের এসআই পরিচয় দেওয়া ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছিরাগঞ্জ চুলকা গ্ৰামের ফজলুর রহমানের ছেলে সোহেল রানা (২৭)।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে সোহেল রানার প্রায় দুই বছর আগে মুঠোফোনে পরিচয় হয়। এ সময় নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন তিনি। বিভিন্ন সময়ে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে সোহেল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কের সূত্র ধরে মুঠোফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ভুক্তভোগী গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে সোহেল। এরপর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। একই সঙ্গে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে রাখে সোহেল।