আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যের ধারক পিঠা-পুলিকে ইট-কাঠের এই যান্ত্রিক জীবনে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে গতকাল পিঠা উৎসবের আয়োজন করে আলোকিত কাশিপুর।
ব্যতিক্রমী এই আয়োজন যে কেবল গ্রামীন পিঠাকেই তুলে ধরেছে তাই নয়, সামাজিক সেতুবন্ধনের ক্ষেত্রেও রেখেছে বিশাল অবদান। গতকালেকর এই পিঠা উৎসবের প্রাঙ্গন ক্ষনিকের জন্য যেন হয়ে উঠেছিল একটুকরো গ্রামে। কাশিপুরের সকল শ্রেনী-পেশার মানুষের পদচারনা আর কোলাহলে মুখরিত ছিল পিঠা উৎসবের প্রাঙ্গন।

ভিন্নধর্মী এই উৎসবে এসে আমন্ত্রিত অতিথিরাও উছ্বাসিত।আলোকিত কাশিপুরের সদস্যদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা। আগামীদিনে কাশিপুরের সকল মানুষকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তারা এমন আয়োজন অব্যাহত রখবে এমন আশাবাদ কাশিপুরবাসীর।
