নরসিংদীর রায়পুরায় মেঘনার তীরে বিষের বোতল। এর প্রায় ১০ ফুট দূরে নদী থেকে ইউসুফ নবির (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে জিন্স প্যান্ট ও কালো রংয়ের শার্ট এবং দুই হাত মেহেদী রাঙানো ছিল। এ সময় তার কাছে দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা পাওয়া যায়।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেয়। ভাসমান ওই মরদেহের ১০ ফুট দূরত্বে মেঘনা পাড়ে জুতা ও একটি খালি বিষের বোতল পড়ে ছিলো। পরে নৌ পুলিশ ও রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সাব মিয়ার বলেন, সায়দাবাদ ফেরিঘাট এলাকায় মেঘনায় একটি লাশ ভাসছে। পরে পুলিশকে জানাই। নৌ-পুলিশ ও রায়পুরা থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, গত সোমবার নরসিংদী সদরের মুরাদনগর এলাকার বাসিন্দা ললিত উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ইউসুফ। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নৌ ও থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।