বিসিক শিল্পনগরীতে সক্রিয় অপহরণকারী চক্র, টার্গেট দিনমজুর, গার্মেন্টস কর্মী

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি অপহরণকারী চক্র সক্রিয় রয়েছে। প্রতিদিন এই চক্র কৌশলে বিভিন্ন পেশার লোকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ আদায় করে অপহৃতকে ছেড়ে দিচ্ছে। এ নিয়ে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকা সহ তার আশে পাশের এলাকার লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে অপহরনের শিকার ব্যক্তির ছেলে আবু রাকিব হোসেন লিপন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার বিসিক কলাবাগান এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম মোঃ লেবু মিয়া (৩৯)। সে একজন সাধারণ দিনমজুর। সোমবার সন্ধায় কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার পর তাকে আর খুজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে অপহরণকারী চক্রের এক সদস্য অপহৃত লেবুর মোবাইল থেকে তার ছেলের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিয়া কোন প্রকার টালবাহানা করে কিংবা আইনের আশ্রয় নেয়া হয় তাহলে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এদিকে অভিযোগ রয়েছে এক মাস আগে শফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তিকে পঞ্চবটি থেকে অপহরণ করে বিসিকের দিয়ে নিয়ে যায়। পরে তার পরিবারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। ১ম রোজায় দুপুর ১২টার দিকে বিসিক ১নং রোড থেকে ধরে অটোতে করে তুলে নিয়ে যায় ছামিউল নামের অন্য এক ব্যক্তিকে। পরে অপহরণকারীরা তাকে মাসদাইর কবরস্থানে নিয়ে গিয়ে মুক্তিপণ চেয়ে ১৫ হাজার আদায় করে ছেড়ে দেয়। গত দুইদিন আগে আশরাফুল নামের এক ব্যক্তিকে ইফতারের কিছুক্ষণ আগে বিসিক থেকে তুলে নিয়ে যায় অপহরণকারী চক্র। তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ৩০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়। একের পর এক ব্যাক্তিকে টার্গেট করে বিসিক শিল্পনগরী এলাকা থেকে বিভিন্ন পেশার লোকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে চলছে এই চক্রটি।

লেবু মিয়া অপহরণের ঘটনায় দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ সাহা জানান, লেবু মিয়াকে অপহরণের ঘটনার অভিযোগ দায়েরের পর তাৎক্ষনিক অভিযান শুরু করা হয়েছে। মোবাইল নাম্বার ট্র্যাকিং করে অপহৃতকে উদ্ধার সহ অপহরণকারী চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুণ