অবশেষে বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান হতে যাচ্ছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে আজ খালটির সংস্কার কাজের উদ্ভোধন করেন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।

আজ শুক্রবার (২৭ নভেম্বর ) বিসিক শিল্পনগরী সহ নারায়ণঞ্জ সিটির ১৩ নং ওয়ার্ডের জলাবদ্ধতার অন্যতম কারন কল্যান্দী খালের সংস্কার কাজের উদ্ভোধন করা হয়। সিটি কর্পোরেশনের এবং এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সমন্বিত প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন হবার কথা রয়েছে। খালের নাব্যতা বৃদ্ধির জন্য খাল পরিষ্কার, খালের গভীরতা বৃদ্ধি, অবৈধভাবে দখলকৃত অংশ উদ্ধারের মাধ্যমে খালটিকে পানি নিষ্কাশনের উপযোগী করা হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
