বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যে কোন অপৃতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে থাকবে পুলিশ ও র্যাব। ইতিমধ্যে জেলার প্রতিটি থানার ওসিকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে সতর্ক অবস্থানে থাকতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকেও (র্যাব) বলা হয়েছে
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে যাতে কোন অপৃতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সব থানার ওসিকে বলা হয়েছে। প্রতিটি থানায় পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি বলেন, কেউ যদি বড় পর্দা খেলা দেখার আয়োজন করতে চায় তাহলে এ বিষয়ে থানা পুলিশকে অবগত করতে হবে। নয়তো কোন অপৃতিকর ঘটনা ঘটলে সেও দায়ি থাকবে। তাছাড়া আমাদের পুলিশ সদস্য তো তাদের কাজ করবেই।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের (র্যাব) সদস্যরা তো সমসময় সতর্ক থাকে। তবে আজকের খেলার বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে প্রতিটি টহল টিমকে বলা হয়েছে।
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ-বিপক্ষের সংঘাত-হানাহানির ঘটনা নারায়ণগঞ্জে আগেও ঘটেছে।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ