নারায়ণগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেন মারা গেছেন। ইন্না-লিল্লাহে ইন্না ইলাহে রাজেউন। ৩ জানুয়ারী রোববার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মৃতের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৩ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালে নেওয়া হয়। ওই সময়ে তাঁর করোনা পজেটিভ ছিল। এর মধ্যে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। তবে পরে তিনি সুস্থ হলে সম্প্রতি তার বাড়িতে আনা হয়। গত শুক্রবার তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে একই হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রোববার রাতে তাঁর মৃত্যু ঘটে।
সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ