নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক(ডিসি) মো.জসিম উদ্দিনকে সংবর্ধনা জানানো হয়েছে। ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু এ সংবর্ধনা জ্ঞাপন করেন।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী জেলা প্রশাসক একইসাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি জসিম উদ্দিনের বদলির তথ্য জানানো হয়।
