বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও মেরুদণ্ডহীন সিইসি’র পদত্যাগের দাবিতে আগামী ১৬ জুন শুক্রবার বাদ জুমআ ডিআিইটি চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে গণ দাওয়াত দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারির নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরের বিভিন্ন জায়গায় সর্বস্তরের মানুষের মাঝে প্রচারপত্র বিলি করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. নুর হোসেন, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ. রহমান রোমান প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।