বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধে প্রশাসনের কাছে সেন্টুর অনুরোধ

শেয়ার করুণ

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সদর মডেল থানাসহ সকল থানা পুলিশের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও এক বিবৃতিতে ওই অনুরোধ জানান তিনি।


মাননীয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ঢাকা মহোদয়, গতকাল নারায়নগঞ্জ পুলিশ প্রশাসনের নির্দেশে ৪ডিসেম্বর ২০২২ রোজ রবিবার রাত আনুমানিক সাড়ে১১ঘটিকায় নারায়ণগঞ্জ মডেল থানা ও পুলিশপ্রশাসনঅন্যান্য শাখার আনুমানিক ২৫সদস্যরা বিনা গ্রেপ্তারি পরোয়ানায়আমার বাড়িতে তল্লাশি চালায়। দেশের সংবিধান, রাষ্টের মৌলিক অধিকার মান্য করে আমি ও আমার পরিবার সকল সদস্য নারায়ণগঞ্জ শহরে এক শতাব্দী কাল বসবাস করে আসছে। আপনার অবগতির জন্য বিএনপি রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসীকর্মী হওয়ার অপরাধে পুলিশিঅভিযান হয়।

আমরা যারা নারায়ণগঞ্জ শহরে বিএনপির রাজনীতি করি নারায়ণগঞ্জ বাসি জানে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার আন্দোলনে ও সংগ্রামে অংশগ্রহণ করছি। মাননীয় মহোদয় নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন নেতৃত্বে নারায়ণগঞ্জ মডেল থানা ও বন্দর থানায় বিনা গ্রেপ্তারি পরোয়ানা গ্রেফতার করা হচ্ছে। আপনার নিকট প্রার্থনা অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারি আদেশ বন্ধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল। শুভেচ্ছান্তে আবদুস সবুর খান সেন্টু সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’

অন্য এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করা হয়,
‘সম্মানিত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আপনার এলাকাধীন নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিনা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্য অন্য ভৌতিক মামলা ও মিথ্যা মামলায় আসামি করে বিজ্ঞ আদালতে হাজির করা হচ্ছে। দেশের নাগরিক হিসাবে তার মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে।

প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনার নিকট অনুরোধ অবিলম্বে এই অমানবিক নিষ্ঠুর গ্রেপ্তারেরনির্দেশ বন্ধ করারজন্য আদেশ দেওয়ার জন্য প্রার্থনা রইলো। শুভেচ্ছান্তে আবদুস সবুর খান সেন্টুসাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’

মুঠো ফোনে আব্দুস সবুর খান সেন্টু বলেন, তল্লাশীর নামে বাড়ি ঘরে গিয়ে পুলিশ তাদের প্রশিক্ষিত কর্মকর্তাদের উপস্থিতিতে অশ্লীল ভাষা প্রকাশ করেছে, যা নিন্দনিয়।

আমরা জানি প্রশাসনের কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করবে। বিরাগের বশীভূত হয়ে কোন নিরপরাধ  মানুষ ক্ষতিগ্রস্থ হোক বা বিপদে না পরুক পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের শপথ বাক্যে এই কথা বলা হয়।

এই পুলিশ আমাদের জাতির গৌরব ও ইতিহাস সৃষ্টি করেছে। ১৯৭১ সালে আমাদের আমাদের স্বাধীনতার সংগ্রামে সর্বপ্রথম রাজারবাগ থেকে দখলদার ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, সংগ্রাম করেছিলো। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমার কখনোই এই আচরণ পুলিশ প্রশাসন থেকে কাম্য করি না।

আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, উর্ধতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তাদের আকুল আবেদন, এই ২৫ মামলায় বিনা ওয়ারেন্টে মানুষের বাসায় গিয়ে তল্লাশী বন্ধ করার অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুণ