বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আড়াইহাজার থানা বিএনপি সভাপতির শুভেচ্ছা

শেয়ার করুণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আড়াই হাজার থানার সভাপতি মোঃ ইউছুব আলী ভুইয়া দলের (৪৪) তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা কর্মী সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় অভিনন্দনের পাশাপাশি তিনি সরকারের বিরুদ্ধে আড়াই হাজার থানা এলাকাবাসীকে বিএনপির আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

তিনি বলেন এই সরকার মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং জনগণের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছাচ্ছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অথচ আমাদের প্রান প্রিয় নেত্রীকে মাত্র আড়াই কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো সহ সম্মান হানি করছে। তাই সকল জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থকদের দলের (৪৪) তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিতে হবে এই জালিম সরকারের পতন না ঘটিয়ে রাজপথ ছেড়ে যাবো না।

নিউজটি শেয়ার করুণ