বিএনপির নাশকতার মামলায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার হাসমত আলীকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
গত সোমবার আদালতে হাজির হয়ে বিজ্ঞ আদালতে আত্নসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন হাসমত আলী। পরবর্তীতে সেই মামলায় আদালতে প্রতিবেদন ও পাঠায় পুলিশ।

আদালত প্রতিবেদন আমলে নিয়ে পলাতক আসামী হিসেবে হাসমত আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। সোমবার হাসমত আলী আদালতে আত্নসমর্পন করতে গেলে আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। হাসমত আলী ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রশিদ কমান্ডারের পুত্র।