নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালতিতে থাকা পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গনিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম সঞ্জিতা (২)। এই ঘটনায় নিহত ওই শিশুর পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গনিরমোড় এলাকায় বসবাসরত রাজমিস্ত্রী রুবেল মিয়ার মেয়ে শিশু সঞ্জিতা বুধবার দুপুরে বাড়ির ভেতরে পানি ভর্তি বালতি নিয়ে খেলা করছিল।
এসময় সে আকস্মিকভাবে ওই বালতি টপকাতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ