ঔষুধ কেনার টাকা চাওয়ায় নিজ সন্তান ও তার স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধা মা। এসময় মাকে বাচাঁতে গিয়ে ভাইয়ের শাবলের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন বোন। এমন মর্মান্তিক ঘটাটি ঘটেছে নগরীর বাবুরাইল এলাকায়।
এ ঘটনায় ছোট বোন মোসা: সোহেলা সুলতানা শিমুল বাদি হয়ে ভাই মহসিন ও ভাবি কেয়া বেগমসহ ৩ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা গেছে, বাবুরাইল এলাকায় ছেলে মহসিনের বাসায় থাকলেও বৃদ্ধা মা মোসা: সুফিয়া খাতুনের (৬৫) কোন ধরনেরই ভরণপোষণ দেন না তিনি। মা যখনই ভরণপোষনের কথা বলে ছেলে ও তার স্ত্রী কেয়া বেগম তাকে হুমকি ধামকি ও গালিগালাজ করে। গত ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) ছেলে মহসিনের কাছে বাধ্য হয়েই ঔষুধ কেনার জন্য টাকা চান মা।
কিন্তু ঔষুধ কিনার টাকা না দিয়ে উল্টো মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ছেলে মহসিন ও তার স্ত্রী কেয়া। এসময় মা গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মারে ছেলে মহসিন, তার স্ত্রী কেয়া বেগম ও মোসা: কুলসুম বেগম।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মারামারির ঘটনায় একজনের মাথায় আঘাত লেগেছে। মুলত সম্পত্তির হিসেব নিকেশ থেকে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি, তাকে থানায় ডেকেছি। এখনও আসেনি।
সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস