বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশন নির্বা‌চনে স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থী‌দের ম‌নোনয়ন জমা

শেয়ার করুণ

অত্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) নির্বাচনে ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছেন স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থীরা।

রবিবার (২৯ জানুয়ারী) দুপুর ২টায় ফতুল্লার শাসনগাঁও‌য়ে বিসিক হোসিয়ারী শিল্প নগরী‌তে অব‌স্থিত হো‌সিয়ারী ভব‌নে এ ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন প্রার্থীরা।

এদিন, আলহাজ্ব ‌মোঃ নাজমুল আল‌মের নেতৃ‌ত্বে স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের ১৮ জন প্রার্থী প‌রিচালনা পর্ষদের প‌রিচালক প‌দে নি‌জে‌দের ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। এদের ম‌ধ্যে ‌জেনা‌রেল গ্রু‌পে ১২ জন এবং এসো‌সি‌য়েট গ্রু‌পে ৬ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন।

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন (২০২৩-২০২৫) বো‌র্ডের চেয়ারম‌্যান খন্দরকার সাইফুল ইসলাম, সদস‌্য সো‌হেল আক্তার সোহান ও হাজ্বী মোঃ জাকা‌রিয়া ওয়া‌হি‌দ প্রার্থী‌দের ম‌নোনয়ন গ্রহন ক‌রেন।
এসময় আরো উপ‌স্থিত ছিলেন, বাংলা‌দেশ হো‌সিয়ারী এসে‌সি‌য়েশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সবদার হো‌সেন।
এদি‌কে, স‌ম্মি‌লিত হো‌সিয়ারী মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থী‌দের ম‌ধ্যে জেনারেল গ্রুপে ম‌নোনয়ন দা‌খিল করা ১২ জন হলেন- আলহাজ্ব মোঃ নাজমুল আলম সজল, মোঃ কবির হোসেন, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আলহাজ্ব মোঃ মনির হোসেন, বৈদ্যানাথ পোদ্দার, মোঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার (বাসেত)।
এসোসিয়েট গ্রুপের ৬ জন প্রার্থী হলেন সাঈদ আহমেদ (স্বপন), আলহাজ্ব মোঃ নাছির শেখ, হাজ্বী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ নাছিম আহমেদ।

আগামী ০২ মার্চ ২০২৩ ইং অনু‌ষ্ঠিত হ‌বে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫ইং) ‌নির্বাচন।

নিউজটি শেয়ার করুণ