রাজধানীর মিরপুরের রূপনগরে বন্ধুর চেইন ছিনিয়ে নেয়ার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই যুবক।
আজ বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলামিন (২৪) ও শহিদুল ইসলাম (২৩)।
জানা গেছে, আলামিন গার্মেন্টস কর্মী ও শহিদুল একটি পলিথিন কারখানার শ্রমিক। তাদের বাসা রুপনগর আবাসিক এলাকার আরামবাগে।
খবর পেয়ে পেয়ে আহতের স্বজনরা তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে রাত নয়টায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
উদ্ধারকারী বন্ধু জুয়েল রানা ও আহত আলামিন জানিয়েছেন, বিকেলে রুপনগর মোড়ে তাদের বন্ধু হাসানের গলায় থাকায় রুপার চেইন ছিনিয়ে নিয়ে যায় ওই এলাকার তুষার গ্রুপের ছেলেরা।
বিষয়টি জানতে পেয়ে তুষারের সাথে ফোনে কথা বলেন তারা। এসময় তুষার তাদেরকে তার কাছে যেতে বলেন ও চেইন নিয়ে থাকলে তা ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন।
তাদের কথামতো সন্ধ্যায় কামাল আহমেদ মজুমদার স্কুলের পেছনে যান আলামিন ও শহিদুল ইসলামসহ তিনজন। সেখানে যাওয়ার পর তুষার গ্রুপের ১৪-১৫ জন তাদেরকে ঘিরে ফেলে মারধর ও ছুরিকাঘাতে আহত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, আলামিনের পিঠে ও শহিদুলের পেটে ছুরিকাঘাতের গুরুতর জখম রয়েছে। তারা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।