আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বন্দর শামসুজ্জোহা এম বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মাকসুদ হোসেন চেয়ারম্যান এর নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় এর কার্যকরী পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃআলী, পারভীন নাহার সহ বিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন শিক্ষক কাজী মাহফুজুর রহমান,নিশীথ কুমার জোয়ার্দার, নাফিজ ইমতিয়াজ, আব্বাস উদ্দিন। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আসাদুজ্জামান।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সংগীত শিক্ষক মান্না এর পরিচালনায় শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর উপর লেখা গান পরিবেশন করা হয়।